জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৮:২৮:০৫ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ দোয়া মোনাজাত এবং আলোচনার মধ্য দিয়ে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
বুধবার কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তৌফিক মোহাম্মদ মাদানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জ্যেষ্ঠ প্রভাষক সাজ্জাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হাসান।
এসময় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমিন আক্তার, শিক্ষক ম-লী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ প্রভাষক আব্দুন নূর এবং সদস্য হিসেবে ছিলেন প্রভাষক জয়নাল আবেদীন, প্রভাষক জয়ন্ত মোদক, সিনিয়র শিক্ষক মোঃ শামীম আল মামুন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষক শর্মিলা দাস সিমি। বিজ্ঞপ্তি