মোগলাবাজার থানা জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৮:২৯:৩৫ অপরাহ্ন
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে মোগলাবাজার থানা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন থানা জামায়াতের সেক্রেটারী এডভোকেট নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারী কামরানুল ইসলাম অপু, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সোলাইমান হোসাইন ও আবু হানিফ প্রমুখ।
নাজমুল ইসলাম তার বক্তব্যে বলেন, ডা: শফিক শুধু একটি বৃহৎ ইসলামী দলের আমীরই নন, তিনি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে মধ্যরাতে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার তার ফ্যাসিস্ট চরিত্রই প্রকাশ করেছে। তিনি বলেন, এই সরকারের পতন ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে জামায়াত। বিজ্ঞপ্তি