হিজাববিরোধী আন্দোলন: তেহরানে ৪০০ বিক্ষোভকারীর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ১০:০৭:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৪০০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি আদালত। দেশটির বিচারবিভাগের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
বিবিসি বলছে, তেহরান ও আশপাশের এলাকায় ৪০০ বিক্ষোভকারীর অনেককে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির তেহরান প্রদেশের বিচার বিভাগের প্রধান আলী আলঘাসি-মেহর বলেন, বিচারকেরা দাঙ্গা সৃষ্টিকারীদের শাস্তি দিয়েছেন।
দেশটির বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে আলঘাসি-মেহর বলেন, বিক্ষোভকারীদের মধ্যে ১৬০ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড, ৮০ জনকে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড ও ১৬০ জনকে ২ বছর করে কারাদাণ্ড দেওয়া হয়েছে।
ইরানে মোট ৩১টি প্রদেশ। এরমধ্যে শুধু তেহরান প্রদেশে ৪০০ জনকে কারাদণ্ড দেওয়া হলো। তবে এবারের বিক্ষোভে মোট কারাদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারীর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঠিকমতো হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাসা আমিনি (২২)। এর তিন দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। পরিবার ও বহু ইরানির অভিযোগ, পুলিশি প্রহারে মৃত্যু হয়েছে আমিনির। তবে দেশটির সরকার ও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এর জেরে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।