পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিয়ে সেমিনার ২১ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৫:১৫:৫০ অপরাহ্ন
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার সকাল ১১ টায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে ছিলেন বিএসইসি’র এক্সিকিউটিভ ডাইরেক্টর রিপন কুমার দেবনাথ, ডাইরেক্টর মোঃ মনসুর রহমান, এডিশনাল ডাইরেক্টর হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আল-আমিন রহমান।
সাক্ষাৎকালে বিএসইসি এর কর্মকর্তাগণ বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, সিলেট একটি সম্ভাবনাময় ইনভেস্টমেন্ট অঞ্চল হবে। এখানে প্রচুর বিনিয়োগকারী রয়েছেন, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এ সেক্টরটি আবার ঘুরে দাঁড়াতে পারবে। সিলেটের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে এবং তাদেরকে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে ধারণা দিতে বিএসইসি আগামী ২১ জানুয়ারি ২০২৩ সিলেটে একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে। যেখানে পুরাতন বিনিয়োগকারীদের পাশাপাশি সম্ভাবনাময় নতুন বিনিয়োগকারীদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। এজন্য বিএসইসি এর প্রতিনিধিগণ সিলেট চেম্বার অব কমার্সের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সিলেট থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি এবং এ খাতের উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সাক্ষাৎকালে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, শেয়ার বাজারে বিরাজমান সমস্যাবলী নিরসন ও তা থেকে উত্তরণে সিলেট চেম্বার অব কমার্সে ক্যাপিটাল মার্কেট সাব কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমরা সিলেটের ব্রোকার হাউজ ও বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরী করে তা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে প্রেরণ করবো।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের পরিচালক ও ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ জিয়াউল হক, পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সাব-কমিটির কো-চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, গোলাম আহমদ, সিলেট চেম্বারের উপ-সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার শাহআলম রাফি প্রমুখ। বিজ্ঞপ্তি