কুলাউড়ায় বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমির পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:২২:৪৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে ও সঙ্গীত প্রশিক্ষক দিলীপ ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার সুশীল চন্দ্র দে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুক মিয়া প্রমুখ।
সভাশেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় ২৭ জন বিজয়ীর মধ্যে বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় ২ শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।