হুমায়ুন রশীদ চৌধুরীর জন্মবার্ষিকী শনিবার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:২৪:৪৮ অপরাহ্ন
মহান মুক্তিযুদ্ধের কূটনৈতিক ফ্রন্টের অগ্রসৈনিক, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪ তম জন্মবার্ষিকী আগামী শনিবার। দিবসটি উপলক্ষে পৃথক ভাবে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ।
শনিবার বিকেল ৩টায় সিলেট নগরীর উপশহরস্থ জালালাবাদ গ্যাস ভবনের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য ইনাম আহমদ চৌধুরী। সভাপতিত্ব করবেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী।