বিজয় দিবসে জেলা বিএনপির কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:২৫:২১ অপরাহ্ন
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এর পর সকাল সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
উক্ত কর্মসূচিসমূহে বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
অনুরূপভাবে সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকেও মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করার জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি