বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৬:২৬:৪৯ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সিনিয়র কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট মো: শফিকুল ইসলাম, মো: হাছনু চৌধুরী, মো: আজমল হোসেন, কামাল আহমদ, সাঈদুর রহমান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহীন, খায়রুল আলম, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ। শুরুতে মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারীদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি