হানিফ বাসের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৭:১০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে হানিফ পরিবহন বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের নয়ন মিয়া ওরফে মঙ্গল মিয়া ও পিয়াইম গ্রামের ফটিক মিয়া। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, একটি অটোরিকশা মাধবপুরের দিকে আসছিলো। পথিমধ্যে হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নয়ন মিয়া। গুরুতর আহত অবস্থায় ফটিক মিয়াকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।