ইঞ্জিন বিকল : ৫ ঘন্টা পর সিলেট আসলো উদয়ন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৭:১২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটে দীর্ঘ ৫ ঘন্টা পর উদয়ন ট্রেন এসে পৌঁছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেট পৌঁছার কথা থাকলেও ১১টায় এসে পৌঁছায়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটমুখী উদয়ন ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এজন্য ট্রেনটি সময়মত আসতে পারেনি। পরে তা মেরামত শেষে সিলেট আসে।