সিলেটে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৮:০৫:৫৫ অপরাহ্ন
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ভলিবল প্রতিযোগিতার ফাইনালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা (২৫-২১),(২৫-২২) ২-০ সেটে এম, আহমদ পাবলিক স্কুল জৈন্তাপুর সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে জেলা ক্রীড়া অফিস সিলেট এর ব্যবস্থাপনায় জার্সি, ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এম আহমদ পাবলিক স্কুল জৈন্তাপুরের রুহুল আমিন।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু। আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। এছাড়াও সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি/ক্লাবের কোচ,সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি