বর্ডার হাট দুই দেশের অর্থনীতির জন্য সহায়ক : ভারতীয় হাইকমিশনার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৮:৫০:৪৬ অপরাহ্ন
বজলুর রহমান, দোয়ারাবাজার : ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা আরো বলেন, ভারত বাংলাদেশের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বর্ডার হাটগুলো স্থাপনের মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে। বর্ডার হাটগুলো দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। হাটগুলো স্থাপন হওয়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তবর্তী মানুষের নতুন কর্মসংস্থান হবে। এসময় তিনি বিজয় দিবসে দেশের মানুষকে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন বলে মন্তব্য করেন।
পরিদর্শনের আগে বাগানবাড়ি বর্ডার হাট প্রাঙ্গনে দুই দেশের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিজিবি, বিএসফ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সুনামগঞ্জে তিনটি বর্ডার হাট ও শুল্কস্টেশনগুলোকে আরো উন্নত করার লক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে বর্ডার হাটের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আবদুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খান প্রমুখ।