মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৮:৫২:২১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের আয়োজনে পিফরডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত ডিসেম্বর/২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে ম্যাক বাংলাদেশের কার্যালয়ের হল রুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পিফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অর্ডিনেটর (আরসি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা এবং ২০২৩ সালের কর্মকৌশল নির্ধারন করা হয়।