পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগে মামলা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৯:৩০:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : পাওনা টাকা না দিয়ে উল্টো সিলেটের গোলাপগঞ্জের এক ট্রেভেলস ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এক লন্ডনী পরিবার। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ওই ব্যবসায়ী। এই অভিযোগ এনে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় ও আমলী আদালতে মামলা দায়ের করেন এ.বি ট্রেভেলস’র মালিক মো. আব্দুল লতিফ সরকার।
এতে আসামি করা হয়েছে- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী দক্ষিণ ভাগের লায়েক আহমদ চৌধুরীর স্ত্রী জেনী চৌধুরী (৫৪) ও বিয়ানীবাজার উপজেলার বাড়–হুদা মুড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে নিপু চৌধুরী (৫০) কে।
অভিযোগপত্র থেকে জানা যায়, ১নং আসামি জেনী চৌধুরী ও লায়েক আহমদ চৌধুরীর ছেলে রিফাত আহমদ চৌধুরীকে লন্ডন পাঠানোর জন্য এ.বি ট্রেভেলস’র মালিক মো. আব্দুল লতিফ সরকারে সাথে একটি চুক্তি হয়। ভিসা প্রাপ্তির পর ৪ লাখ টাকা দেওয়া হবে। এরপর সে অনুযায়ী ভিসা প্রসেসিং শুরু হয়। এরই মধ্যেই জেনী চৌধুরী স্বামী লায়েক আহমদ চৌধুরী লন্ডনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রিফাতের ভিসা বের হয়। তখন ট্রেভেলস মালিক মো. আব্দুল লতিফ সরকার পূর্বের চুক্তির ৪ লাখ টাকা চাইলে জেনী বেগমসহ আসামিরা নানা টালবাহানা শুরু করেন। পরে এ বিষয় নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসে।
সর্বশেষ ২৮ অক্টোবর ফের বৈঠক বসে এবং সিদ্ধান্ত হয় ক্ষতিপূরসহ বাদীকে ৯ লাখ টাকা দেওয়ার। বিবাদীর স্বামী লায়েক আহমদ চৌধুরী সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে ৩০ নভেম্বর টাকা দেওয়ার কথা বলেন। এরই মধ্যে ৩০ নভেম্বর লায়েক আহমদ চৌধুরী লন্ডনে চলে যান। পরে ৪ ডিসেম্বর রাত ৮টায় গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীতে বিবাদী নিপু চৌধুরীর কাছে পাওনা টাকা চান আব্দুল লতিফ সরকার। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীকে প্রাণে হত্যার হুমকি দেন।