কমতে পারে রাতের তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৫:০১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকতায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। শুক্রবার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।