মহানগর জামায়াতের বিক্ষোভ : আমীরে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৬:৩৭:৩৬ অপরাহ্ন
সিলেট জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলাকে নিয়ে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের গণতন্ত্রকামী মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠুভাবে আয়োজনের দাবীতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। এমন সময়ে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ষড়যন্ত্রমূলক মামলায় আমীরে জামায়াতকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বিশ^ ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ এই নেতার প্রতি সরকারের জুলুম নিপীড়ন জাতিকে ক্ষুব্ধ করেছে। আমীরে জামায়াতকে নিয়ে আর কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। অবিলম্বে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
জামায়াত কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার দুপুরে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত বলেন।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা জামায়াত নেতা ফখরুল ইসলাম খান, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে বহুমূখী ষড়যন্ত্র করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসী দিয়ে ও কারাগারে নির্যাতন করে শহীদ করা হয়েছে। সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়ে সরকার জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারেনি। দেশ জাতি আজ গভীর সঙ্কটে। দেশ পরিচালনায় সীমাহিন ব্যর্থতা আড়াল করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার আবারো জামায়াতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবেনা। অবিলম্বে আমীরে জামায়াতকে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমীরে জামায়াত, সেক্রেটারী জেনারেলসহ বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি