বিজয় দিবসে নগর জামায়াতের আলোচনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৬:৩৯:৪৫ অপরাহ্ন
বিজয়ের চেতনায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের এইদিনে বিশ্ব মানচিত্রে আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম অধ্যূষিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জল দিন। দেশ মাতৃকার গর্বিত সন্তান মুক্তিযুদ্ধের শহীদগণ আমাদের প্রেরণার উৎস ও মুক্তিযোদ্ধাগন আমাদের সম্পদ।
তিনি বলেন, বিজয়ের ৫১ বছর পেরিয়ে গেলেও যে মহান লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল তা আজো বাস্থবায়ন হয়নি। দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই ও কথা বলার অধিকার নাই। মুক্তিযুদ্ধের ঐক্যের চেতনাকে রাজনৈতিক কারণে ক্রমশ বিভক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে। সকল ষড়যন্ত্র নস্যাত করে বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করে দারিদ্র ও দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে দেশপ্রেমিক জনতার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা ক্বারী আলা উদ্দিন ও শফিকুল আলম মফিক প্রমুখ। বিজ্ঞপ্তি