ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৬:৪৩:২১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের পশ্চিমবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলী। এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশে জেলা আমীর বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো লিঁয়াজো ভিত্তিক কর্মসূচী ঘোষণার সাথে সাথে ২০ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ডাঃ শফিকুর রহমানকে রাতের আঁধারে অন্যায়ভাবে গ্রেফতার করে ভিত্তিহীন মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গ্রেফতার, রিমান্ড, মামলা, হামলা করে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এই সরকার ক্ষমতায় ঠিকে থাকার জন্য গুম, খুনসহ যে সকল ষড়যন্ত্র শুরু করেছে, জনগণের আন্দোলন সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দেশবাসী আজ জেগে উঠেছে। দেশ ও জাতিকে উদ্ধারের লক্ষে এই সরকারকে বিদায় হওয়া ছাড়া আর দ্বিতীয় কোন বিকল্প নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম রক্ষার জন্য আগামীদিনের সকল আন্দোলন সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।