বড়লেখায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৭:০৩:০৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন উপজেলার ছয় শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে। ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শুভাশীষ দে শুভ্র প্রমুখ।