সিসিকের বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৭:০৪:৩২ অপরাহ্ন
সারা দেশের মতো সিলেটেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২২। দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সিলেট সিটি কর্পোরেশন। শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকাল সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে দিবসের কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর রাশেদ আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. জামিলুর রহমান, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমেদ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।