৫ মাসে ৪ লাখের বেশি বৈদেশিক কর্মসংস্থান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৭:৫৬:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরের নভেম্বর মাস পর্যন্ত ৫ মাসে ৪ লাখ ১২ হাজার ২৭০ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, কোভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে অর্থনৈতিক মন্দার কারণে অন্যান্য খাতের মতো বৈদেশিক কর্মসংস্থান খাতেও প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কর্মী গমনের এ ধারা অব্যাহত থাকলে এ অর্থবছরে ৯-১০ লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে।
তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই আমরা ১ লাখ ১৫ হাজার ৫৪১ জনের নিয়োগানুমতি প্রদান সম্পন্ন করেছি। এ ছাড়াও কর্মী প্রেরণ বিষয়ে গ্রিসের সাথে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সাথেও কর্মী প্রেরণ বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
এ ছাড়াও, বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস-এ কর্মী প্রেরণ শুরু হয়েছে বলে জানান সচিব।