সিলেটে করোনায় ১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:২১:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১ জন সিলেটের এবং মারা যাওয়া ব্যক্তিও সিলেটের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ((শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৩।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০।