জালালাবাদ গ্যাস কর্তৃক মহান বিজয় দিবস-২০২২ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৯:৩৭:১৮ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করা হয়। কোম্পানীর গ্যাস ভবন চত্বরে আজকের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মেন্দিবাগস্থ নিজস্ব অডিটোরিয়ামে কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের তথা শিশু কিশোরদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জালালাবাদ গ্যাস হতে অবসরগমনকারী কর্মকর্তা- কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
জালালাবাদ গ্যাসের অন্যান্য আঞ্চলিক কার্যালয় সমূহেও যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জালালাবাদ গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কোম্পানির ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোঃ আল এমরানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তাদের পোষ্যগণ উপস্থিত ছিলেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি