রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদের দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৮:৩৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ নয়। বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। রোববার সকালে সিলেটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার ও বিশ্ব মোড়লদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। এ কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। বিভিন্ন দেশকে বলেছি কিছু লোক নিয়ে যান। সে কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী, রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে।
এর আগে আল খায়ের ফাউন্ডেশনের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশ থেকে দারিদ্রতার অভিশাপ দূর করতে প্রধানমন্ত্রী উদ্যোগে নিয়েছেন। দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্র সীমার হার ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
অপরদিকে রোববার বিকেলে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, প্রকৃতি একটি প্রতিবন্ধকতার সাথে অনেকগুলো প্রতিভাও যোগ করে দেয়। শিশুদের আঁকা ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের প্রশাসক মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনা বড় দেশ। তাদের সাথে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আছে। তাছাড়া আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে। এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এজন্য কিছু আনুষাঙ্গিক কাজ আছে, সেগুলো করতে হবে।