নগরে চালু হচ্ছে ৯ স্বাস্থ্য সেবা কেন্দ্র
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ১২:১০:৩৩ অপরাহ্ন
দৈনিক চিকিৎসা পাবে ৫ শতাধিক মানুষ
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে চালু করা হচ্ছে ৯টি স্বাস্থ্য সেবা কেন্দ্র। আজ মঙ্গলবার থেকে ৪টি কেন্দ্র দিয়ে এই কার্যক্রমের শুরু হতে যাচ্ছে। আগামী জানুয়ারী মাসের মধ্যে আরো ৫টি কেন্দ্র চালুর প্রস্তÍুতি চলছে। সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এসব কেন্দ্রে নগরবাসীর প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে।
সিসিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নগরীর ৪টি ওয়ার্ডে পৃথকভাবে চালু হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। গ্রামীন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের আদলে এসব কেন্দ্রে রোগীদের প্রাথমিক ব্যবস্থাপনাপত্র ও বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। ১ম পর্যায়ে মঙ্গলবার থেকে সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হবে। এদিন সকাল ১১টায় ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ার কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একইদিনে বাকী ৩টি কেন্দ্রও চালু হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে। আপাতত এসব কেন্দ্রে প্যারামেডিকেল চিকিৎক, মিডওয়াইফারী ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রে সপ্তাহে ২ দিন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। একটি কেন্দ্রে দৈনিক ৫০ জনকে বিনামূল্যে ঐষুধ সহ অন্যান্য চিকিৎসা দেয়া হবে। এ হিসাবে ৯টি কেন্দ্রে দৈনিক প্রায় ৫ শতাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানান।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, নগরীর প্রান্তিক অবহেলিত জনগোষ্টীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিসিকের এই উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা পাবে। এসব কেন্দ্রে বিশেষ করে গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুরা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ট্রিটমেন্ট পাবে।
তিনি বলেন, এসব কেন্দ্রে ছোটখাটো কাটাছেড়া সেলাই ও ব্যান্ডেজের ব্যবস্থা থাকবে। এছাড়া সর্দি জ¦র ও কাশিসহ বিভিন্ন রোগের বিনামূল্যে ঔষধ দেয়া হবে। কেন্দ্রে প্রতিদিন ১০০ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব। সার্বিক দিক বিবেচনায় কমপক্ষে ৫০ জন রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব বলেও জানান তিনি।