সিলেটে আর্জেন্টিনার জয় উদযাপনে তরুণের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৮:১৮:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিতে আনন্দ উল্লাসের সময় রোববার রাতে বুকে ব্যথা অনুভব করেন সিলেটের এক আর্জেন্টাইন সমর্থক তরুণ প্রকৌশলী। পরে সোমবার ভোর ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঐ তরুণ প্রকৌশলীর নাম জয়ব্রত ভট্টাচার্য (২৫)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামে। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে নগরীর একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।
স্থানীয়রা জানান, জয়ব্রত রোববার রাতে সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা তীব্র হলে রাত ৩টার দিকে বন্ধুরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভোর ৪টার দিকে তিনি মারা যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ দৈনিক জালালাবাদকে বলেন, ভোরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি, কেউ কোন অভিযোগও করেনি।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল চৌধুরী জানান, রাত ৩টার দিকে ঐ যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারা জানিয়েছেন যুবক রাতে আর্জেন্টিনার বিজয় মিছিলে ছিলেন। সেখান থেকে বাসায় গিয়ে বুকে ব্যাথা অনুভব করেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করায় এর প্রকৃত কারণ জানা সম্ভব হচ্ছেনা।