সাইক্লোনের বিজয়ের কবিতা পাঠের আসর
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৭:০০:০৫ অপরাহ্ন
আমাদের নতুন প্রজন্ম আগামী দিনের হাল ধরবে, এজন্যে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। বিশেষ করে তাদেরকে এদেশের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত করে শিকড়ের সাথে তাদের বন্ধনকে দৃঢ় করতে হবে। তাদেরও স্বপ্ন আছে, কিন্তু চিন্তায়-ভাবনায় পূবসূরীদের সাথে একটু দূরত্ব থাকবে, এই দূরত্ব কমিয়ে আনতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের কবিতা’ শীর্ষক কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে চ্যানেল ‘এস’ টেলিভিশন ইউকে-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি একথা বলেন।
সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে ষোড়শ কেমুসাস বইমেলা মঞ্চে গত সোমবার অনুষ্ঠিত ২২৭তম সাহিত্য আসরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সালেহ আহমদ খসরু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি জাবেদ আহমদ। সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসারের সঞ্চালনায় আসরে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, আরটিএন আল কবির ইউনিভাসিটির এসিসট্যান্ট রেজিস্ট্রার কবি সেনুয়ারা আক্তার চিনু, গল্পকার তাসলিমা খানম বীথি। কবিতাপাঠে অংশ নেন, কবি-প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, কবি শামসির হারুনুর রশীদ, কবি ছয়ফুল আলম পারুল, কবি রাহনামা শাব্বীর চৌধুরী, কলামিস্ট জুই ইসলাম, ছড়াকার কবির আশরাফ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুছ শমসাদ, কবি কামাল আহমদ, কবি লিপি খান, কবি বিমান বিহারী বিশ^াস, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, কবি বিত্রিজ কৈল প্রমুখ। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি করেন সামিরা সাদেক লিয়া ও নামিরা সাদেক পিয়া। বিজ্ঞপ্তি