জিন্দাবাজারে ‘লেডি পকেট চোর’ পপি আটক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৭:৫৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরের মহিলা চোর চক্রের সদস্যকে আটক করে পুলিশের দিয়েছে জনতা। সোমবার রাত ৯টায় জিন্দাবাজার এলাকায় এক নারীর ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিণ্ডন্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরের উপশহর এলাকায় বাসিন্দা।
পুলিশ জানায়, ওসমানী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে পপিকে সবাই চেনে। পপির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ পপিকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও অল্প দিনের মধ্যে জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়ায়। এতোকিছুর পরও পুলিশ তার বিরুদ্ধে ‘অভিযোগকারী’ নেই বলে তাকে একরকম ছাড় দেয়। পুলিশ বলছে, উপযুক্ত তথ্যপ্রমাণ ও সাক্ষীর অভাবে তিনি দ্রæত জামিন পান।
কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় কোনো অভিযোগকারী পাওয়া যায়নি। পরে পুলিশ প্রসিকিউশনের মাধ্যমে পপিকে আদালতে প্রেরণ করা হয়।