নয়াসড়ক আগুনে পুড়ে গেল মুদি দোকান
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৮:০২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরের নয়াসড়কে বন্ধ একটি মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ায় সার্ভিস সূত্রে জানা যায়, নয়া সড়ক পয়েন্ট বাজার নামের মুদির দোকানটি বন্ধ ছিলো। সন্ধ্যায় স্থানীয়রা দোকানের ভেতর থেকে ধোয়া বের হতে দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে।