শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৮:০৩:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্র্রর মো. ফজলুর রহমান। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে। এ প্রেক্ষিতে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।
আগামী ৩১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। দায়িত্ব পালনকালে বিধিমোতাবেক তিনি ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বলেও ওই অফিস আদেশে জানানো হয়।