গোবিন্দগঞ্জ কলেজের সুবর্ণজয়ন্তী ৩১ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৬:৪৬:৪৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের একাধিক উপ-কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। সুবর্ণজয়ন্তী বক্তা ড. মোহাম্মদ সাদিক।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নঈম শেখ, বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেটের আঞ্চলিক পরিচালক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের মূল কমিটিতে আহবায়ক রয়েছেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোঃ রাজ উদ্দিন ও সদস্য সচিব কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। কলেজের অধ্যক্ষ জানান, অনুষ্ঠান বাস্তবায়নে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট রাজ উদ্দিন ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ জানান, অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আনন্দ র্যালি, উদ্বোধন, অতিথিবরণ, প্রকাশনা স্মারকের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, প্রাক্তনদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে দিনব্যাপী আরও বিভিন্ন আয়োজন।