স্বপ্ন এবার বোরো ধানে
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ১০:১৩:২৫ অপরাহ্ন
সিলেটে আড়াই লাখ কৃষক পাচ্ছেন প্রণোদনা
মুনশী ইকবাল: কদিন আগেই রোপা আমনের মৌ মৌ ঘ্রাণ সৌরভ ছড়িয়েছে বাংলার প্রকৃতিতে। মাঠেঘাটে ধানের সোনালী রূপ চোখ ভরিয়েছে কৃষকের। আমনের ফলন তুলতে না তুলতেই শুরু বোরোর মৌসুম। এই ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক বা অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ এপ্রিল-জুন মাস পর্যন্ত। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কড়াল গ্রাস কটিয়ে এবার বোরো নিয়ে আশায় বুক বাঁধতে চাইছেন সিলেটের কৃষকরা। বোরো মৌসুমেই সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে। এবার বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ১শ ৭০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম চলমান আছে। এরইমধ্যে গড়ে প্রায় ৫০ শতাংশ প্রণোদনা বিতরণ সম্পন্ন হয়েছে।
সারা দেশের ২৭ লাখ কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। এরমধ্যে সিলেটে ২ লাখ ৪৯ হাজার কৃষক প্রণোদনা পাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কৃষি অফিসের উপ পরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান। এবছর সিলেট বিভাগে বোরো উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৮ হাজার হেক্টর। তিনি জানান, কৃষকদের জন্য সরকারের এই প্রণোদনা তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। এরফলে আমাদের লক্ষমাত্রা অর্জন অনেক সহজ হবে।
এসব প্রণোদনার মধ্যে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ১৫ লাখ কৃষক। এরমধ্যে সিলেটে পাচ্ছেন ১ লাখ ১০ হাজার জন। এতে প্রত্যেককে দেওয়া হচ্ছে বিনামূল্যে ২ কেজি ধানবীজ।
এদিকে, উচ্চফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৭৩ কোটি টাকার প্রণোদনার আওতায় আসছেন ১২ লাখ উপকারভোগী কৃষক। এরমধ্যে সিলেটে পাচ্ছেন ১ লাখ ৩৯ হাজার জন। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বিনামূল্যে পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এছাড়া, কৃষিযন্ত্র ব্যবহারের সুবিধার্থে একটি মাঠে একই সময়ে ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় ৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী স্থাপিত হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে, খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।