ফেঞ্চুগঞ্জে চিতা বাঘ মেরে মানুষ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৮:০৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জে বাঘের আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার ভোর উপজেলার ঘিলাছড়ার ধারন গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর রাতে ঘিলাছড়ার ধারন গাজীপুর গ্রামে বাঘ হানা দেয়। এ সময় ওই এলাকার লেজু মিয়া ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠেন। পরে ওজু করতে ঘরের বাহিরে গেলে একটি বাঘ তাকে আক্রমণ করে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। তখন লেজু মিয়া চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলেও বাঘটি ভয় না পেয়ে আক্রমণ চালাতে থাকে। এমনভাবে কামড়ে ধরেছিলো বাঘের মুখে শাবল ঢুকিয়েও লেজু মিয়াকে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে লোকজন বাধ্য হয়ে বাঘটিকে পিঠিয়ে হত্যা করে লেজু মিয়াকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী। তিনি জানান, চিতা বাঘটি না মেরে লেজু মিয়া উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে মারতে হয়েছে। মৃত চিতা বাঘটির ওজন ৩২ কেজি।