প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ার ঘটনায় সওজ’র মামলা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৮:১১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছেঁড়ার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন উপলক্ষে মহাসড়কের বিভিন্নস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন লাগায় সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে মহাসড়কের লাছুখাল নামক এলাকার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এদিকে বুধবার বিকালে এ ঘটনায় সড়ক ও জনপথ অধিদফতর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।