ভুয়া ঋণের নোটিশ পেয়ে দিশেহারা আহমদ আলী
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:২৫:৫৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি :
গোয়াইনঘাটে ভুয়া ঋণের নোটিশ পেয়ে দিশেহারা আহমদ আলী ও তার পরিবার। ঋণগ্রহণ না করেও সুদাসলে প্রায় ৩ লক্ষ টাকা পরিশোধের তাগাদা পেয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে ভুয়া ঋণ থেকে দায়মুক্তির আবেদন জানিয়েছেন তিনি।
জানা যায়, আহমদ আলী গোয়াইনঘাট সদর সংলগ্ন গোয়াইন গ্রামের মৃত আছন আলীর পুত্র। সহজ সরল আহমদ আলী গত ১৯ ডিসেম্বর এডভোকেট নজরুল ইসলাম স্বাক্ষরিত ঋণ পরিশোধের লিগ্যাল নোটিশ পান।
২০ ডিসেম্বরের মধ্যে মূল গৃহীত ৪০ হাজার টাকার সুদাসলে ২ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকা পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের মাধ্যমে টাকা আদায় করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ পেয়েই তিনি বিস্মিত হয়ে পড়েন। তিনি তার পবিবার পরিজনদের বলেন, আমি কোন ঋণ গ্রহণ করিনি, কোনদিন ব্যাংকেও যাইনি। পরদিন ২০ ডিসেম্বর বিকেবি গোয়াইনঘাট শাখায় হাজির হয়ে তিনি কোন ঋণ নেননি জানালে তাকে লোন কেইছ নং ১৭৫/২০০৭- ০৮ তাং ১/১১/২০০৭ ফাইল দেখালে তিনি বলেন ফাইলে ঋণগ্রহীতার যে ছবি রয়েছে তা অন্যজনের। জালিয়াতির মাধ্যমে এই ঋণের দায়ভার তার উপর ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি এই ভুয়া ঋণ থেকে দায়মুক্তির জন্য জরুরী তদন্ত করে প্রকৃত ঋণগ্রহীতা চিহ্নিতপূর্বক ব্যবস্থা নিতে বিকেবি গোয়াইনঘাট শাখা ব্যবস্থাপকের নিকট ঐ দিনই আবেদন করেন।
শাখা ব্যবস্থাপক মনিরুল হাসান ভূইয়া আবেদন প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। তারাই তদ্ন্তপূর্বক ব্যবস্থা নিবেন।