বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন: মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৬:৩০:০০ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষার ক্ষেত্রটি সবসময়েই প্রসারণশীল। যুগে যুগে শিক্ষার ক্ষেত্র কখনই নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ থাকেনি বরং দেশ কাল জাতি সংস্কৃতি প্রভৃতির মাঝে বিস্তৃতিই শিক্ষার মৌলিক ক্ষেত্র ও সীমানা হিসাবে বিবেচিত হয়। তাই দেশে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বৃহস্পতিবার পূর্ব জিন্দাবাজারস্থ আর বি কমপ্লেক্সে ইংরেজী শিক্ষা প্রতিষ্ঠান ’ইয়েস একাডেমী’ এর সিলেটে যাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইয়েস এসোসিয়েট এর সিইও মো. নুরুজ্জামান মনির সভাপতিত্বে ও পরিচালক সজিবুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিজনেস ডেভোলাপমেন্ট ম্যানেজার জিওগ্রাফিক্স কাফিল হোসাইন চৌধুরী, শাখা ব্যবস্থাপক সাজিদুল ইসলাম মাহি, ফেকাস সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির আলী, ফেকাস প্রসিডেন্ট মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, এফএসিডি ক্যাব সিলেট জোনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব দীপু, জেসিবিএইচএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাব্বি কামাল চৌধুরী, জেসিবিএইচএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র নাথ, হেক্সা’স জিন্দাবাজার সেল্টা সুলতান আহমেদ, এক্সেল ইনস্টিটিউট সেল্টা এবং সিইও এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট খালেদ চৌধুরী, এফএসিডি ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলম, লতিফ ট্রাভেলসের নির্বাহী পরিচালক আজহারুল কবির চৌধুরী (শাজু), সিলেট ট্রেডিং এজেন্সি এর ম্যানেজিং পার্টনার এজাজ আহমেদ চৌধুরী, হোটেল গ্র্যান্ড সুরমার ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ বাংলাদেশ এর রিজিওনাল সিনিয়র অফিসার মোঃ নুরুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এইচওবি মুহাম্মদ নজরুল ইসলাম ভিপি, ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজার হুমায়ুন কবির, ফেইথ এসোসিয়েট এর চেয়ারম্যান মাছুম আহমদ, এডুভিশন একাডেমী এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান, এডুকেশন কেয়ার এর সিইও আব্দুল্লাহ আল নোমান, গ্রীনওয়ে ইন্টারন্যাশনাল এর সিইও তারেক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি