জিন্দাবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৭:৫৯:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর জিন্দাবাজার থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও ২টি চাকু জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম ওরফে মেম্বার (৪৭) ও শান্তিগঞ্জ উপজেলার হাছনাবাদ গ্রামের মৃত মোছাদ্দর আলীর ছেলে শামীম আহমেদ কবির (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী মাহমুদ জানান, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জিন্দাবাজারস্থ অগ্রগামী স্কুলের গেটের সামনে ছিনতাইকারী আব্দুল হালিম ওরফে মেম্বার ও শামীম আহমেদ কবির সিএনজির ভিতর বসে থাকা এক যাত্রীর পেটে ও গলায় চাকু ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। তবে তাদের সহযোগী সিএনজি চালক উজ্জল (৩০) কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম উপশহর এলাকার বাসিন্দা আব্দুর রব তাফাদার বাদী হয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।