বিশ্বনাথে অস্ত্রের মুখে ৫ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৮:০০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হিমিদপুর গ্রামের মৃত ইজার আলী মেম্বার ও রাজন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে ২৭ জনের মুখোশধারী একদল ডাকাত বাড়িতে হানা দেয়। তখন বসতঘরের প্রধান দরজা ভেঙে ১০-১৫ জন ভিতরে প্রবেশ করে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাত সদস্যরা ঘরে থাকা দেড় ভরি স্বর্ণালংকার, নগদ হাজার টাকা ও ৫টি ফোন, কাপড়চোপড়সহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এদিকে একই সময় পাশের বাড়ি রাজন মিয়ার ঘরে ডাকাত দল হানা দেয়। এ সময় ঘর থেকে নগদ ৩২ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি, এক ভরি স্বর্ণালংকার ডাকাত দল লুট করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে, ঘটনাটি ডাকাতি নয়। পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।
গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে তাদের মধ্যে ভ‚লবুঝি হয়েছে। আমি ঘটনাস্থলে আছি পরে বিস্তারিত বলা যাবে।







