সিলেটে জামায়াতের বিশাল গণমিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ২:০১:৫৭ অপরাহ্ন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ন্যায্য অধিকার আদায়, কেয়ারটেকার সরকার পুনর্বহাল এবং আমীরে জামায়াত ও সকল রাজনৈতিক বন্দীর মুক্তিসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটে বিশাল গণমিছিল করেছে।
সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে আজ সকালে গণমিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন । আম্বরখানা ও বন্দরবাজার থেকে শুরু হয়ে মিছিল সিলেট নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান, উত্তর জেলা আমীর হাফেজ আনোয়ার হোসাইন খানসহ নেতৃবৃন্দ।