ওসমানী হাসপাতালের মর্গে অজ্ঞাত নারীর লাশ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৮:২৯:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দুই দিন ধরে অজ্ঞাত এক নারীর লাশ এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পড়ে আছে। সেই লাশের পরিচয় শনাক্তে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর কালাম নামের এক ব্যক্তি আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত অসুস্থ এক মহিলাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর অজ্ঞাত নারীর মরদেহ ওসমানী হাসপাতালের হিমাগারে হিমাগারে রাখা হয়েছে।
এদিকে ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) অথবা এসআই মো. আজিজুল হকের (০১৭৫৯-৫৭৭৬০২) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।