হবিগঞ্জে জামায়াতে মিছিলে পুলিশের বাঁধা, ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৮:৩৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরশহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং ১০ দফা দাবিতে পৌরশহরে গণমিছিলের আয়োজন করে হবিগঞ্জ জেলা জামায়াত। বিকাল সাড়ে ৪টার সময় শহরের শায়েস্তানগর এলাকার জেকে এন্ড এইকে হাইস্কুল এন্ড কলেজের সামন থেকে কয়েকশত নেতাকর্মী এ গণমিছিল শুরু করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌছার আগেই পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। এসময় পুলিশ ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী বাহার জানান, শান্তিপূর্ণ মিছিলে অতিউৎসাহি কিছু পুলিশ সদস্য বাঁধা দেয়। তবে নেতাকর্মীরা বাঁধা উপেক্ষা করে গণমিছিল করেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, জামায়াতের নেতকার্মীরা মিছিল দেয়ার চেষ্টা করলে আমরা তাদের বাঁধা দেই। এসময় তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।