সিলেটে এসএসসিতে ১৫১ জনের ফল পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:১৪:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ৪১ জন ফেল থেকে পাশ করেছেন আর ৩৮ জন জিপিএ-৫ এবং বাকীদের গ্রেড পরিবর্তন হয়েছে। শনিবার বিকেলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ পাল দৈনিক জালালাবাদকে জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ১৫১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে সিলেট বোর্ডে ১১ হাজারের অধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।