কানাইঘাট বৃত্তির পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:০৬:৪৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট সাজিদা-শাকুর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২য় মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট পৌর শহরের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কানাইঘাট আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আকমল হোসাইন এর সভাপতিত্বে ও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক ডালিম আহমদের পরিচালনায় বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিব আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রশিদ আহমদ, ব্যবসায়ী জালাল আহমদ, কানাইঘাট পৌর কাউন্সিলর জাকির হোসেন, আইডিয়াল স্কুলের অন্যতম পরিচালক আবু জাফর, মাও. হেলাল আহমদ, নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় দাস।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সূধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক ও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল আলী, বক্তব্য রাখেন বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল আহমদ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানের অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।