কানাইঘাটে ইউনাইটেড কিন্ডারগার্টেন স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:০৯:১৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী।
ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ও ইমদাদুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ-এ এলাহী, গাছবাড়ি মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক শফিকুর রহমান, বীরদল এন এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল আহমদ, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড কিন্ডারগার্টেন এর সহকারী প্রধান শিক্ষক এনাম উদ্দিন। উপস্থিত ছিলেন সমাজসেবী শফিকুর রহমান, নুরুল ইসলাম, কিন্ডারগার্টেন এর ডিরেক্টর বিলাল আহমদ। অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।