মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মিট আওয়ার অ্যালামনাই’
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:১৫:১৭ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের আয়োজনে ‘মিট আওয়ার অ্যালামনাই’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সকাল ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের এলএল.বি.(অনার্স) প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী ৪র্থ ব্যাচের ড. এমজেড আশরাফুল (সহযোগী অধ্যাপক, আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি), ৫ম ব্যাচের মো. মোহাইমিন চৌধুরী ও প্রবাল চৌধুরী পূজন (অ্যাডভোকেট ও সহকারী পাবলিক প্রসিকিউটর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, সিলেট), ১১তম ব্যাচের ইসরাত জাহান (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সুনামগঞ্জ), ২২তম ব্যাচের মো. মেশকাতুল ইসলাম (সহকারী জজ, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট), এলএলএম ২০তম ব্যাচের শিক্ষার্থী কাওসার মাহমুদকে (সহকারী জজ, সহকারী জজ আদালত, চন্দনাইশ, চট্টগ্রাম) আমন্ত্রণ জানানো হয়।
বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তালহা’র পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ৪৪তম ব্যাচের শিক্ষার্থী অভিছন্দা শ্যাম পবিত্র গীতা থেকে পাঠ করেন। বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সংগীতি চক্রবর্তী পূজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, সিনিয়র প্রভাষক ফাতেমা ইমরোজ ও মিতু আক্তার, প্রভাষক তাসপিয়া মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়া আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান তাঁর লিখিত গ্রন্থসমূহ ইউনিভার্সিটির উপাচার্যকে উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি