ধর্ম প্রতিমন্ত্রী সোমবার সিলেট আসছেন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:০৭:৫৫ অপরাহ্ন
ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান তিনদিনের সফরে সোমবার সিলেট আসছেন। এসময় মন্ত্রী তিন জেলায় আন্ত:ধর্মীয় সংলাপে অংশগ্রহণ করবেন। সিলেট জেলা পরিষদ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গিয়েছে। তারা জানায়, সকাল ৮টা ২০ মিনিটে মন্ত্রী বিমানে সিলেট এসে পৌঁছবেন। এরপর সড়কপথে সুনামগঞ্জ পৌঁছে সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন মঙ্গলবার সকাল ১০টায় সড়কপথে মৌলভীবাজার পৌঁছবেন, এরপর দুপুর ২টায় মৌলভীবাজারে আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করে সন্ধ্যার সিলেট ফিরে আসবেন। পরদিন বুধবার সকাল ১০টায় সিলেটে আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করে রাত ১০টায় বিমানে সিলেট ছড়বেন।