মুক্তিযোদ্ধাদের সম্মান করা দেশপ্রেমের অন্তর্ভুক্ত —অতিরিক্ত সচিব
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৭:১৫:৫১ অপরাহ্ন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জহুরুল ইসলাম রুহেল বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের জাতীয় সম্পদ। তাদের জীবন বাজি রাখা পদক্ষেপ দেশের স্বাধীনতা সংগ্রামের বিজয় স্মারক। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাই তাঁদের সার্বিক খেয়াল রাখা দেশপ্রেমের অর্ন্তভুক্ত।
সিলেট জেলা গেজেটধারী যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ (মুক্তিযোদ্ধা পল্লী) টিল্লারগাঁও পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার সকালে তিনি টিল্লারগাঁওস্থ মুক্তিযোদ্ধা পল্লী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা গেজেটধারী যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ-এর সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সমিতির সদস্যবৃন্দ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, মুরব্বী আব্দুর রহমান আব্দুল, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে লোকমান আহমদ, লাভলু আহমদ, শমসের আলী, মিনারা বেগম, আমিন উদ্দীন, মাহমুদা আক্তার রিনা, মির্জা আব্দুল হামিদ, খলিছুর রহমান চৌধুরী, তারেক আহমদ প্রমুখ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম রুহেল যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন এবং সমিতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি