মুহিত রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর এসিসট্যান্ট গভর্নর
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৭:৪১:৫২ অপরাহ্ন
রোটারিয়ান আব্দুল মুহিত দিদার রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩২৮২-এর এসিসট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন। ২৩ ডিসেম্বর রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
রোটারিয়ান আব্দুল মুহিত দিদার ইতিমধ্যে সিলেটের ৩৫ বছরের পুরাতন রোটারি ক্লাব সিলেট সাউথ-এর সেক্রেটারি এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে গণ-মাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিফডিয়া-র নির্বাহী পরিচালক, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ওজাস-এর প্রেসিডেন্ট, অনলাইন দৈনিক সিলেট এক্সপ্রেস-এর সহ-সম্পাদক, সিলেট ডায়বেটিক সমিতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জীবন সদস্য এবং চেতনা যুব পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।