বর্ণিল আয়োজনে সিলেটে বড়দিন পালন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৮:০৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বর্ণিল আয়োজন ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এসময় যিশুর মহিমাকীর্তন করা হয়। বড়দিন উপলক্ষে রোববার সকালে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে বসে সুধীজনদের মিলনমেলা। সেখানে কেক কাটা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজকুমার জসওয়াল, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ।
রোববার সকালে চার্চে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। প্রার্থনায় অংশ নিতে ভোরে চার্চে সমবেত হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন ও শান্তি এবং ন্যায়ের কথা বলা হয়। এছাড়া সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। প্রেসবিটারিয়ান চার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের ভিড়ও দেখা গেছে। র্যাব-পুলিশসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে চার্চে উপহার প্রদান করা হয়েছে।
সারাদেশের ন্যায় সিলেটের খ্রিস্টধর্মানুসারীরাও রোববার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেন। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে ছিল উৎসবের আমেজ। রং-বেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে গির্জা। বড়দিন উপলক্ষে রোববার ছিল সরকারি ছুটি। দিনটি উপলক্ষে সিলেটের খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয়, একই সাথে চলে বিশেষ খাবারের আয়োজন।