আরো কমতে পারে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৭:৫৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
পৌষের অর্ধেক প্রায় চলে গেলেও এবার শীতের তীব্রতা তেমন ছিল না। অন্যদিকে বৃষ্টিপাত না থাকায় ধুলোবালির আধিক্য ছিল কুয়াশার সাথে পাল্লা দিয়ে। অবশেষে প্রায় দুইমাস পর সোমবার সিলেটে বৃষ্টির দেখা মিললো। এতে ধুলোয় ধূসর নগরী যেমন পেয়েছে স্নিগ্ধ রূপ, কমেছে তাপমাত্রাও।
সোমবার সকাল থেকে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আজ মঙ্গলবারও থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস । তারা জানায় সোমাবার সারাদিনে সিলেটে ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত। এতে তাপমাত্রাও কিছুটা কমেছে। গতকাল সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ফলে এই তাপমাত্রা কমে জানুয়ারিতে শীত একটু বাড়তে পারে।
এদিকে সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে সিলেটে জনজীবনে অনেকটা স্থবিরতা দেখা দেয়। সকালের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যায়। তিনদিনের টানা ছুটির পর এদিন সব অফিস আদালত খুললেও খুব প্রয়োজন ছাড়া দুপুরের আগে কেউ বের হননি। তবে ব্যাংকগুলোতে লোক সমাগম ছিল অন্যদিনের চেয়ে বেশি। দুপুরের পর হালকা রোদের দেখা মিললেও অল্প সময় পর তা মিলিয়ে যায়। সকালে বেশ শীত অনভূত হলেও বিকেলের দিকে তা কিছুটা কমে আসে। বৃষ্টিতে শীত বেড়ে যাওয়ায় শীতের গরম কাপড়ের দোকানে অন্যদিনের চেয়ে কিছুটা ক্রেতার ভিড় দেখা যায়। এরমধ্যে বাচ্চাদের গরম কাপড়ের ক্রেতাই ছিলেন বেশি।